কাহালু মাদকদ্রব্য ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৭ এপ্রিল, ২০২১

প্রয়ো এসআই মোঃ মাহাবুব আলম, কাহালু থানা, বগুড়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাহালু থানার সাধারণ ডায়েরী নং-৫৮৪, তারিখ-১৬/০৪/২০২১ ইং মোতাবেক কাহালু থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন একই তারিখ ১৫.২৫ ঘটিকায় কাহালু থানাধীন ইন্দুখুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া একই তারিখ সময় ১৫.৩৫ ঘটিকায় কাহালু থানাধীন মালঞ্চা ইউপিস্থ এরুইল বাজারের ইসলাম ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হইয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগীতায় ১। মোঃ জহুরুল ইসলাম (৩০), পিতা- মোঃ জাবেদ আলী, সাং- দেহড়, ২। মোঃ নুরনবী (২৭), পিতা- মোঃ আঃ খালেক, সাং- দেহড় উত্তরপাড়া, উভয় থানা- কাহালু, জেলা- বগুড়াদ্বয়কে গ্রেফতার করেন। সাক্ষীদের উপস্থিতিতে আসামী মোঃ জহুরুল ইসলাম এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে থাকা লালচে রংয়ের পলিথিন দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় সর্বমোট ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা এবং অপর আসামী মোঃ নুরনবী এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে পুরাতন খবরের কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় ২০০ (দুইশত) গ্রাম গাঁজা, সর্বমোট (৩০০+২০০)= ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা পাইয়া ইং-১৬/০৪/২০২১ তারিখ ১৬.০৫ ঘটিকায় উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা জব্দতালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে, তাহারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখিয়া নিজ এলাকা সহ আশেপাশের এলাকায় মাদক সেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে।







সর্বশেষ সংবাদ