Posted Date
: 04 Oct 2019
Posted By
: District
বগুড়া ডিবি টিমের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৬০০(ছয়শত)পিচ ইয়াবা, ৪৫(পঁয়তাল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০২জনকে গ্রেফতার
০৪ অক্টোবর, ২০১৯
বগুড়া ডিবি টিম এর পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৬০০(ছয়শত)পিচ ইয়াবা, ৪৫(পঁয়তাল্লিশ) বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যাবসায়ি একাধিক মামলার আসমি ১. উজ্জল হোসেন (৩৫), পিতা গোলাম রসুল বাবলু, সাং আটা পাড়া থানা সদর ও ২.আবু তাহের (২৫) পিতা আমজাদ হোসেন সরদার, সাং পঞ্চদাস ভোলা পাড়া, থানা শিবগঞ্জ, জেলা বগুড়াদের গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।
সর্বশেষ সংবাদ