কাহালু মাদকদ্রব্য ০১ (এক) কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

০২ মার্চ, ২০২১

মামলার বাদী এসআই মোঃ মাহাবুব আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাহালু থানার সাধারণ ডায়েরী নং-১১২৬, তারিখ-২৮/০২/২০২১ ইং মোতাবেক কাহালু থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন কাহালু থানাধীন কাজিপাড়া অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া একই তারিখ সময় ২২.৫০ ঘটিকায় অত্র কাহালু থানাধীন কালাই ইউনিয়নের নলডুবি চিশতিয়া কালিমিয়া দরবার শরীফ এর তৃতীয় গেটের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হইয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগীতায় ১। মোঃ ওমর ফারুক (৩২), পিতা- মোঃ লুৎফর রহমান, সাং- চক জিনাহার (বুড়িগঞ্জ), থানা- শিবগঞ্জ, ২। মোঃ আহসান হাবিব (২৮), পিতা- মোঃ মমতাজুর রহমান, সাং- রজাকপুর মধ্যপাড়া, থানা- বগুড়া সদর, উভয় জেলা- বগুড়াদ্বয়কে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামী মোঃ ওমর ফারুক এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে থাকা কালো পলিথিন দ্বারা মোড়ানো সাদা বাজার করা ব্যাগের মধ্যে মোট ৮০০ (আটশত) গ্রাম গাঁজা ও গ্রেফতারকৃত অপর আসামী আহসান হাবিব এর দেহ তল্লাশী করিয়া তাহার বাম হাতে থাকা কালো পলিথিনের মধ্যে মোড়ানো অবস্থায় সাদা শপিং ব্যাগের মধ্যে মোট ২০০ (দুইশত) গ্রাম গাঁজা, সর্বমোট ০১ (এক) কেজি গাঁজা পাইয়া ইং-২৮/০২/২০২১ তারিখ সময় ২৩.১৫ ঘটিকায় উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা জব্দতালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রাখিয়া নিজ এলাকা সহ আশেপাশের এলাকায় মাদক সেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে। এ সংক্রান্তে কাহালু থানায় একটি মাদক মামলা রুজু হইয়াছে।







সর্বশেষ সংবাদ