কাহালুতে মাদকদ্রব্য ১১০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২২ ডিসেম্বর, ২০২০

এসআই মুকুল চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাহালু থানার সাধারণ ডায়েরী নং-৫০৩, তারিখ-১৪/১২/২০২০ ইং মোতাবেক কাহালু থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন কাহালু থানাধীন পাঁচপীর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া একই তারিখ সময় ১৬.১৫ ঘটিকায় কাহালু থানাধীন দূর্গাপুর ইউনিয়নের হরিপুর মৌজার নতুন করোনা বাজারের প্রায় ৪০০ গজ দক্ষিণে তালোড়া হইতে চৌমুহনী-নন্দীগ্রাম গামী পাকা রাস্তার উপর উপস্থিত হইয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগীতায় উপরোক্ত আসামীদ্বয়কে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামী মোঃ রাব্বী এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত জ্যাকেটের ডান পকেট হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় মোট ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত অপর আসামী মোঃ আব্দুল মজিদ এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত জ্যাকেটের বাম পকেট হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় মোট ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট, সর্বমোট (১০০+১০)= ১১০ (একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১১ (এগারো) গ্রাম উভয় আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে পাইয়া ইং-১৪/১২/২০২০ তারিখ সময় ১৬.৪৫  ঘটিকায় উল্লেখিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন







সর্বশেষ সংবাদ