বগুড়া ডিবির মাদকবিরোধী অভিযানে ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ নভেম্বর, ২০২০
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি বগুড়ার একটি চৌকস টিম অদ্য ইং-০৭/১১/২০২০ তারিখ রাত্রি ২১.২০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মফিজ পাগলার মোড়স্থ সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্ট-এর সামনে হইতে ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ১. মোঃ আবু মুসা মন্ডল(৩৮), পিতা-মৃত আব্দুল সাত্তার, সাং-কুটাহারা মধ্যপাড়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, ২. মোছাঃ আনিছা বেগম(৫০), স্বামী মোঃ তোতা শেখ, পিতা-মৃত আব্দুল সাত্তার, ৩. মোছাঃ লিকমা খাতুন ওরফে রেশমা(৪২), স্বামী মোঃ ফারুক শেখ, পিতা-মৃত সামাদ শেখ, উভয় সাং-মালগ্রাম ডাবতলা সিদ্দিকের মোড়, থানা ও জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।