Posted Date
: 07 Oct 2020
Posted By
: Thana
বগুড়া জেলার শাজাহানপুর থানায় একুশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেফতার
০৭ অক্টোবর, ২০২০
অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিম এর নের্তৃতে শাজাহানপুর থানা টিম এসআই(নিরস্ত্র) মোঃ ওহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মোঃ মির আলম (২৫), পিতা-মোঃ আবুল কালাম, সাং-জোড়া (মন্ডলপাড়া), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউপিস্থ রানীর হাট বাজারস্থ জনৈক রেজাউল করিম ঠান্ডুর বাসার সামনে পাকা রাস্তার উপর থেকে হাতে নাতে ২১ (একুশ) ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার পূর্বক অত্র থানায় মামলার রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সর্বশেষ সংবাদ