বগুড়া জেলার শাজাহানপুর থানায় গাঁজাসহ একজন গ্রেফতার

০৭ অক্টোবর, ২০২০

অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিম এর নের্তৃতে শাজাহানপুর থানা টিম এসআই(নিরস্ত্র) মোঃ শামীম হাসান সংগীয় এএসআই (নিরস্ত্র)মোঃ শামীম রেজা শাজাহানপুর থানাধীন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের অন্তর্গত গন্ডগ্রাম হিন্দুপাড়া শ্রী স্বপন (৩০), পিতা-শ্রী অমুল্য এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ ফারুক হাসান হিরা (২৮), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-মোছাঃ সুলতানা, সাং-সেকশন-১১ (ব্লক-এ, এডিসি ক্যাম্প, ডাকঘর-মিরপুর-১২১৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন), থানা-পল্লবী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা, বর্তমান সাং-গন্ডগ্রাম (সারিয়াকান্দি পাড়া, জনৈক মোঃ সানাউল্লাহ এর বাসার ভাড়াটিয়া), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে ২৫(পঁচিশ)পুরিয়া গাঁজা, যাহার ওজন  (৫০)গ্রাম ও গাঁজা সহ গ্রেফতার পূর্বক অত্র থানায় মামলার রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ