বগুড়া জেলার শাজাহানপুর থানায় গাঁজাসহ একজন গ্রেফতার

০৭ অক্টোবর, ২০২০

এসআই (নিরস্ত্র) ডেভিড হিমাদ্রী সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র) মোঃ শামীম রেজা সহ শাজাহানপুর থানাধীন ১নং আশেকপুর ইউপি এর অন্তর্গত পারতেখুর পূর্বপাড়া সাকিনস্থ মোঃ হায়দার আলী (৪৮), পিতা-মৃত নেছার উদ্দিন এর বাঁশঝাড় সংলগ্ন খড়না বাজার টু রাণীরহাট গামী পাকা রাস্তার পশ্চিম ধার হইতে শাজাহানপুর থানাধীন পারতেখুর গ্রামের মোঃ খলিলুর রহমান ছেলে মোঃ রাজিবুল হাসান @ রাজিব (২৯)কে ২৫(পঁচিশ)পুরিয়া গাঁজা, যাহার ওজন  (৫০)গ্রাম ও গাঁজা বিক্রয় লব্ধ সর্বমোট ৩৩০/-(তিনশত ত্রিশ) টাকা সহ গ্রেফতার পূর্বক অত্র থানায় মামলার রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ