বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন আসামী গ্রেফতার।

২২ সেপ্টেম্বর, ২০২০

ইং-২১/০৯/২০২০ তারিখ এসআই (নিঃ) মোঃ রহিম উদ্দিন, এসআই মোঃ তৌহিদুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন আসামী এবং চোরাই অটোরিক্সা সহ ০৪(চার) জন আনামী কে আটক করেন উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করিলে ১।  নন্দীগ্রাম থানার মামলা নং-২০ তাং-২১/০৯/২০২০ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের  ৩৬(১) এর ১০(ক)  এবং নন্দীগ্রাম থানার মামলা নং-২১ তাং-২১/০৯/২০২০ ধারা-৩৭৯/৪১১ পেনাল রুজু করা হয়।   







সর্বশেষ সংবাদ