বগুড়া ডিবি পুলিশের পৃথক বিশেষ অভিযানে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল ০১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ৪৩০( চারশত এিশ) পিস ইয়াবা,ও ৮(আট) গ্রাম হিরোইন সহ ৭ জন আসামি গ্রেফতার।
২১ সেপ্টেম্বর, ২০২০
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্তে এসআই ইনামুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বগুড়া সদর ও শাজাহানপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বগুড়া শহরস্থ ফুলতলা এলাকা হইতে ০১(এক)টি বিদেশী পিস্তল, ০১(এক)টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ আসামী ছাব্বির হোসেন(২১), পিতা-ইউনুস আলী ইন্নু, সাং-ফুলতলা, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে আটক করা হয়। উক্ত ঘটনায় শাজাহানপুর থানা এলাকায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বগুড়া সদরে পৃথক পৃথক অভিযানে ৪৩০( চারশত এিশ) পিস ইয়াবা ও ৮(আট) গ্রাম হিরোইন উদ্ধারসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন বগুড়া ডিবি পুলিশ।