বগুড়া জেলার ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩২০ পিচ ইয়াবা ও ০৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২১ সেপ্টেম্বর, ২০২০
সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় জনাব মোঃ আছলাম আলী পিপিএম, ওসি ডিবি, বগুড়ার নের্তৃত্বে টিম ডিবির সদর ও আদমদীঘি থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বগুড়ার আদমদীঘি থানাধীন আদমদীঘি বাজারে অভিযান চালিয়ে ৩২০ পিচ ইয়াবাসহ আসামী ১. মোঃ জাকারিয়া হান্নান ওরফে রবিন (৫০), পিতা মোঃ আঃ মান্নান সরদার, সাং কুসুম্বী, থানা আদমদীঘি, জেলা বগুড়া ও আসামী ২. মোঃ সোহেল রানা (৪০), পিতা মোখলেছার রহমান, সাং পারইল মণ্ডলপাড়া, থানা রানীনগর, জেলা নওগাঁদ্বয়কে গ্রেফতার করেন। অপর একটি টিম বগুড়া সদর থানাধীন চকসুত্রাপুর পশ্চিমপাড়া লেবার মাঠের গেট হইতে ০৫ গ্রাম হেরোইনসহ আসামী ১. মোছাঃ বেগম (৪৫), স্বামী মৃত জাহাঙ্গীর হোসেন, সাং চক-সূত্রাপুর চাপড়পাড়া, থানা বগুড়া সদর, জেলা বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার আদমদীঘি ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হল।