বগুড়া জেলায় নবাগত ডিআইজি রাজশাহী রেঞ্জ মহোদয়ের আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা ও বিশেষ মতবিনিময় সভার যোগদান

২১ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয় বগুড়া জেলায় আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন। ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় বিশেষ কল্যাণ সভায় সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে পুলিশিং কার্যক্রমের পাশাপাশি কল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তিকে উজ্জ্বল করতে হবে মর্মে জানান। কারো ব্যক্তিগত ভুলের জন্যে পুরো বাহিনীর সম্মান নষ্ট হলে তা কখনোই সহ্য করা হবেনা। সেই সাথে রাজশাহী রেঞ্জে কোন পুলিশ সদস্য যদি শৃঙ্খলা ভঙ্গ কিংবা মাদকের সাথে প্রত্যেক্ষ বা পরোক্ষভাবেও যুক্ত থাকে তা কঠোর হস্তে দমন করা হবে মর্মে সকলকে সতর্কবার্তাও পৌঁছে দেন নবাগত ডিআইজি স্যার। সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবাগত ডিআইজি সকল পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। মানবিক এবং ইতিবাচক ভাবমূর্তি নিয়ে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন। পরে পুলিশ অফিস সভা কক্ষে ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ডিআইজি রাজশাহী রেঞ্জ মহোদয় আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।







সর্বশেষ সংবাদ