বগুড়া জেলার ধুনট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ লিটার উপাদান, ৪.৫ লিটার দেশীয় চোলাই মদসহ ০১ জন আসামী গ্রেফতার ।

২০ সেপ্টেম্বর, ২০২০

বগুড়া জেলার ধুনট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  রাঙ্গীমাটি গ্রামস্থ ধৃত আসামী ১। মোঃ শফিকুল ফকির (৪০), পিতা-মোঃ মোজাফ্ফর এর ছাদ পিটানো বসতবাড়ীর ভিতর আঙ্গীনার পূর্বপার্শ্বে রান্না ঘরের মধ্যে হতে ৪৫ (পঁয়তাল্লিশ)লিটার উপাদান, ০১ টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রাম, ০১টি সিলভারের বড় পাতিল যাহার মধ্যে ০৪ (চার) লিটার এবং ০১টি সাদা জারকিন যাহার মধ্যে ০.৫(শূন্য দশমিক পাঁচ) লিটার সর্বমোট ৪.৫ (চার দশমিক পাঁচ) লিটার দেশীয় চোলাইমদ সহ আসামী ০২ জনকে গ্রেফতার করে বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ