বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১(এক) জন আসামী ও ১০০ টাকার ০১টি জাল টাকার নোটসহ ০১(এক) জন আনামী গ্রেফতার।

১৩ সেপ্টেম্বর, ২০২০

ইং-১২/০৯/২০২০ তারিখ এসআই (নিঃ) মোঃ মিনার আলী, এসআই মোঃ রেজাউল করিম সংগীয় অফিসার ও ফোর্স সহ ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন আসামী এবং ১০০ টাকার ০১টি জাল টাকার নোট সহ ০১(এক) জন আনামী কে আটক করেন উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করিলে ১। নন্দীগ্রাম থানার মামলা নং-১৫ তাং-১২/০৯/২০২০ ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক), ২। নন্দীগ্রাম থানার মামলা নং-১৬ তাং-১২/০৯/২০২০ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের  ৩৬(১) এর ১০(ক)  রুজু করা হয়।   







সর্বশেষ সংবাদ