কাহালুতে মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০২ জন আসামী গ্রেফতার

০৫ সেপ্টেম্বর, ২০২০

  মামলার বাদী এসআই মোঃ আশিকুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাহালু থানার সাধারণ ডায়েরী নং-১৭, তারিখ-০১-০৯-২০২০ ইং মোতাবেক কাহালু থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন কাহালু থানাধীন দরগাহাট মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া একই তারিখ সময় ১৩.৪০ ঘটিকায় কাহালু থানাধীন নওগাঁ টু বগুড়া গামী হাইওয়ে রাস্তাস্থ বারোমাইল বাসস্ট্যান্ড মোড়ের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর উপস্থিত হইয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগীতায় বর্নিত আসামী ১। মোঃ সুরুর জামান @ সবুজ (২৪), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- লক্ষণপুর খিয়ারপাড়া, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী, ২। মোঃ জনি হোসাইন (২৬), পিতা- মোঃ তজির উদ্দিন @ তজো, সাং- জানিয়ার বাগান শাপলা নগর, থানা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামী মোঃ সুরুর জামান @ সবুজ এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে থাকা নেভি-ব্লু রংয়ের ট্রাভেল ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় মোট ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল এবং গ্রেফতারকৃত অপর আসামী মোঃ জনি হোসাইন এর দেহ তল্লাশি করিয়া তাহার বাম হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত পুরাতন খবরের কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ১০ (দশ) বোতল ফেন্সিডিল, সর্বমোট (৩০+১০)= ৪০ (চল্লিশ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, যাহার গায়ে ইংরেজিতে Chlorpheniramine Maleate & Codeine Phosphate Cough Linctus PHENSEDYL NEW সহ অন্যান্য লেখা আছে, প্রতিটি বোতল প্লাস্টিকের তৈরী কর্কযুক্ত ইনটেক। প্রতিটি বোতলের ওজন ১০০ (একশত) মি.লি, সর্বমোট ওজন ৪০ ঢ১০০= ৪,০০০ (চার হাজার) মি.লি পাইয়া ইং-০১-০৯-২০২০ তারিখ সময় ১৪.১০ ঘটিকায় উল্লেখিত মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দতালিকা মূলে জব্দ করেন ও জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে, তাহারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া নিজেদের দখলে রাখিয়া তাহাদের নিজ জেলা সহ আশেপাশের জেলার বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে।







সর্বশেষ সংবাদ