Posted Date
: 30 Sep 2019
Posted By
: Thana
বগুড়া জেলার গাবতলী থানাধীন বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০১জন আসামী গ্রেফতারসহ ২৫ পিচ ইয়াবা উদ্ধার।
৩০ সেপ্টেম্বর, ২০১৯
এসআই মোঃ রিপন মিঞা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গাবতলী থানাধীন একবাড়ীয়া পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক আব্দুল প্রাং এর বাড়ীর সামনে পীরগাছা টু রায়মাঝিড়াগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ২৫ পিচ ইয়াবা উদ্ধারসহ এজাহার নামীয় আসামী শ্রী তপন মোহন্ত (৩০) পিতা-মৃত ধলু চন্দ্র মোহন্ত সাং-লক্ষীপুর থানা ও জেলা-বগুড়া গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সর্বশেষ সংবাদ