Posted Date
: 30 Sep 2019
Posted By
: Thana
গাবতী মডেল থানার খুন মামলার এজাহার নামীয় ০২নং আসামী গ্রেফতার।
৩০ সেপ্টেম্বর, ২০১৯
জনাব মোঃ সেলিম হোসেন, অফিসার ইনচার্জ,গাবতলী মডেল থানা,বগুড়া স্যারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মুসা মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গত ২৮/০৯/১৯ তারিখ রাত্রী ০২.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া গাবতলী মডেল থানার খুন মামলা নং-৩৩ তাং-২৭/০৯/১৯ ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এজাহার নামীয় ০২নং আসামী ১। মোঃ মানিক (২৫) পিতা-মোঃ রফিকুল ইসলাম সাং-মহিষাবান পশ্চিমপাড়া থানা-গাবতলী জেলা-বগুড়াকে গাবতলী থানাধীন পেরীরহাট এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সর্বশেষ সংবাদ