Posted Date
: 07 Aug 2020
Posted By
: Thana
বগুড়া জেলার সোনাতলা থানায় ২০ বোতল ফেন্সিডিল সহ একজন গ্রেফতার
০৭ অগাস্ট, ২০২০
অত্র সোনাতলা থানার এসআই/(নিরস্ত্র) মোঃ ফজলে ইলাহি, সঙ্গীয় অফিসার এএসআই/(নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান, কং/৭৩৭ মোঃ আল মামুন এবং কং/১৬৮৭ মোঃ রেজাউল করিম সকলেই-সোনাতলা থানা, বগুড়াগণ গ্রেফতারকৃত আসামী ১। মোঃ তোফাজ্জল হোসেন @ তোফা আকন্দ (৩৮), পিতা-মোঃ আবু বক্কর আকন্দ, সাং-মহেষ পাড়া, থানা সোনাতলা, জেলা-বগুড়া এর পূর্ব দূয়ারী চারচালা টিনের ঘরের মধ্যে ২০ (বিশ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল (মাদকদ্রব্য) ওজন ২০০০ মিঃ লিঃ,উদ্ধার পূর্বক গ্রেফতার করে। আসামীর বিরু্দ্ধে সোনাতলা থানায় মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ।
সর্বশেষ সংবাদ