Posted Date
: 06 Aug 2020
Posted By
: Thana
বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় ডাকাতির প্রস্তুতিকালে কালে ০৪(চার) জন আসামী গ্রেফতার ও ধারালো হাসুয়া, চাকু, দা ও করাত উদ্ধার।
০৬ অগাস্ট, ২০২০
ইং-০৬/০৮/২০২০ তারিখ রাত ০০.৪৫ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন পিপিএম সংগীয় অফিসার ও ফোর্স সহ চাইনিজ ধারালো হাসুয়া, চাকু, দা ও করাত সহ ০৪(চার) ডাকাতকে আটক করেন এবং কয়েকজন ডাকাত কৌশলে পালাইয়া যায়। উক্ত ডাকাতের বিরুদ্ধে নন্দীগ্রাম থানার মামলা নং-৩ তাং-০৬/০৮/২০২০ খ্রিঃ তারিখ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এবং নন্দীগ্রাম থানার মামলা নং-৪ তাং-০৬/০৮/২০২০ খ্রিঃ তারিখ ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(চ) রুজু করা হয় ।
সর্বশেষ সংবাদ