Posted Date
: 23 Jul 2020
Posted By
: Thana
বগুড়া সোনাতলা থানায় দুই গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার
২৩ জুলাই, ২০২০
বগুড়া জেলার সোনাতলা থানার এসআই/মোঃ আব্দুর রহিম সঙ্গীয় অফিসার এসআই/মোঃ আব্দুল গফুর, এএসআই(নিঃ)মোঃ শরিফুল হক সহ আসামী ১। মোঃ আব্দুল্লাহ আল মানিক (৩৮), পিতা-মোঃ শফিকুল ইসলাম বাবলু, সাং-বারুইপাড়া, ২। মোঃ শামীম হোসেন (৪৬), পিতা-মৃত হামিজ উদ্দিন, সাং-মহিষালবাড়ী, উভয় থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে সর্বমোট-১৬ (ষোল) পুরিয়া কথিত হেরোইন, ওজন-০২ (দুই) গ্রামসহ সোনাতলা পৌরসভাস্থ আগুনিয়াতাইড় দক্ষিন পাড়াস্থ জনৈক মোঃ জালাল উদ্দিন আকন্দ, পিতা-মৃত রফিক উদ্দিন আকন্দ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার পূবর্ক বিজ্ঞ আদালতে প্রেরণ।
সর্বশেষ সংবাদ