Posted Date
: 23 Jul 2020
Posted By
: Thana
বগুড়া জেলার সোনাতলা থানায় গাঁজা সহ আসামী গ্রেফতার
২৩ জুলাই, ২০২০
এসআই/মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)মোঃ আতিকুর রহমানসহ মোঃ জামাল উদ্দিন (৬০), পিতা-মৃত কছিমুদ্দিন, সাং-ফাজিলপুর, থানা-সোনাতলা, জেলা-বগুড়াকে ১০০(একশত) গ্রাম শুকনা গাঁজা (মাদকদ্রব্য) এবং গাঁজা বিক্রয়ের মোট ৩২০ (তিনশত বিশ) টাকাসহ সোনাতলা থানাধীন ফাজিলপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ জামাল উদ্দিন (৬০), পিতা-মৃত কছিমুদ্দিন, সাং-ফাজিলপুর, থানা-সোনাতলা, জেলা-বগুড়া এর বসতবাড়ীর দক্ষিন দূয়ারী টিনসেড ঘরের সামনে গ্রেফতার পূর্বক থানায় মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ।
সর্বশেষ সংবাদ