বগুড়া ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ পিচ ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী আটক

১২ জুলাই, ২০২০

টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ৩০০ পিচ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক:   টিম ডিবি বগুড়ার পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫০ পিচ ইয়াবাসহ মোঃ ফটিক(২৯), পিতা-মৃত আ: লতিফ, সাং-বৃ-আঙ্গারু কায়েমপুর, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ; ৬০ পিচ ইয়াবাসহ মো: সুমন মিয়া(২৫), পিতা-মোঃ বেলাল হোসেন, সাং-চক লোকমান, থানা-বগুড়া সদর; ৫০ পিচ ইয়াবাসহ মো: আসাদুল(৪০), পিতা-মৃত আবুল হোসেন, সাং-বরইচড়া, থানা-নন্দীগ্রাম; ২০ পিচ ইয়াবাসহ মোছাঃ তৃষ্ণা আক্তার(২০), স্বামী-রাজিব হোসেন, সাং-কানছগাড়ী এবং ২০ পিচ ইয়াবাসহ আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মো: তারেক(১৪), পিতা-মো: মতিয়ার রহমান, সাং-কানছগাড়ী, থানা-বগুড়া সদর, সকলের জেলা-বগুড়াগণকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হল।







সর্বশেষ সংবাদ