বগুড়া ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০১০ পিচ ইয়াবা এবং ১০ বোতল ফেন্সিডিলসহ ১১ মাদক ব্যবসায়ী আটক
১২ জুলাই, ২০২০
টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১০১০ পিচ ইয়াবা এবং ১০ বোতল ফেন্সিডিলসহ ১১ মাদক ব্যবসায়ী আটক: জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় ওসি ডিবি মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া গত ০৮/০৭/২০২০ তারিখ বিকাল হইতে অদ্য ০৯/০৭/২০২০ তারিখ সকাল পর্যন্ত বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোট ১০১০(এক হাজার দশ) পিচ ইয়াবা ও ১০(দশ) বোতল ফেনসিডিলসহ সহ আসামী ১।আব্দুল করিম ওরফে জসিম (৩১), পিতাঃ-মোঃ মোজাম ফকির, সাং-কালাই র্পূবকুর্নিপাড়া ২।মোঃ মনসুর আলী (৪৩), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-কাটনাহার, উভয় থানা-কাহালু, ৩। মোঃ আবুল কালাম (৩৮), পিতা- মোঃ বুলু মেম্বার ৪। মোঃ আবু তাহের (৪৫) পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-দক্ষিন বিল হামলা, উভয় থানা-শিবগঞ্জ, ৫। মোঃ নজরুল ইসলাম, পিতা- মোঃ জাহিদুল হাসান, সাং-সুজাবাদ ৬। মোঃ আব্দুল কাদের জিলানী(৩২), পিতা- মোঃ জাহিদুল হাসান, সাং-বেজোড়া দক্ষিনপাড়া, উভয় থানা-শাজাহানপুর, ৭।মোঃ তারা মিয়া(৩৮), পিতা-মৃত মোঃ ছকমান শেখ, সাং-ভাঙ্গুরগাছাচর, থানা-সারিয়াকান্দি, ৮। মোঃ খলিল শেখ(২৭), পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-জহুরুল নগর, থানা-সদর, ৯. মোঃ খোকন(৩২), পিতা-মৃত আফতাব, সাং-আটাপাড়া, থানা-সদর, ১০. মোঃ ইসমাইল হোসেন ওরফে টিটু(৩০), পিতা-মৃত আব্দুল মতিন শেখ, সাং-সূত্রাপুর ঈদগাহ লেন এবং ১১. মোঃ রাজন(২৬), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-সূত্রাপুর কসাই পাড়া, উভয় থানা-বগুড়া সদর, সকলের জেলা-বগুড়াগণকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ থানায় পৃথক মামলা রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।