
Posted Date
: 01 Jun 2020
Posted By
: District
বগুড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
০১ জুন, ২০২০
পুলিশ সুপার, বগুড়ার নির্দেশে ওসি ডিবি বগুড়ার নেতৃত্বে টিম ডিবি বগুড়ার একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযানে সর্বমোট(২০+১০)=৩০(ত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। উক্ত ফেন্সিডিলসহ আসামী মোঃ জাইদুল ইসলাম(৩৬), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-সুলতানপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট ও আসামী পার্থ তরফদার(২৭), পিতা-মৃত অচ্যুত তরফদার, সাং-শেরপুর ঘোষপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়া, এপি/মোঃ জালাল উদ্দিন, পিতা-মৃত হাসান খান, সাং-রহিমাবাদ মধ্যপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া-এর বাসার ভাড়াটিয়াদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হল।
সর্বশেষ সংবাদ