
Posted Date
: 01 Jun 2020
Posted By
: District
বগুড়া জেলার ডিবি পুলিশ কর্তৃক ০১টি ধারালো দেশীয় চাইনিজ কুড়াল, ০১টি লোহার চাপাতি, ০১টি ধারালো বার্মিজ চাকু এবং ০১টি DAYANG RUNNER BULLET মোটরসাইকেল উদ্ধারসহ ০৩জন আসামী গ্রেফতার
০১ জুন, ২০২০
সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আছলাম আলী পিপিএম, ইনচার্জ, ডিবি, বগুড়ার নেতৃত্বে টিম ডিবি বগুড়ার একটি চৌকস দল অবৈধ অস্ত্র উদ্ধারাভিযানে ০১টি ধারালো দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, ০১টি লোহার ধারালো চাপাতি, ০১টি ধারালো বার্মিজ চাকু, এবং ০১টি রেজিস্ট্রেশনবিহীন DAYANG RUNNER BULLET লাল রংয়ের মোটরসাইকেলসহ আসামী ১.মোঃ রাকিব(১৯), পিতা-মোঃ রমজান, ২. মোঃ শাহিন(২২), পিতা-মোঃ জহুরুল, ৩.মোঃ সুমন(২০), পিতা-মোঃ শাজাহান, সকলের সাং-সাবরুল তালপুকুর পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াগণকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ