বগুড়া নন্দীগ্রাম থানা এলাকায় অসহায় ও দরিদ্রদের মাঝে পুলিশ সুপার, বগুড়ার চাল এবং ঈদ সামগ্রী বিতরণ

২৪ মে, ২০২০

সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) নন্দীগ্রাম থানা কর্তৃক বিভিন্ন সময়ে উদ্ধার করা সরকারের খাদ্য বান্ধব এবং ত্রাণের ২৬১০ কেজি চাল আদালতের নির্দেশনা মোতাবেক প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করেছেন। নন্দীগ্রাম থানা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ২৫০ জনের মধ্যে উদ্ধার হওয়া চালের পাশাপাশি দু'ধরনের সেমাই এবং ১ কেজি করে চিনিও পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে প্রদান করা হয়।  বিতরণ অনুষ্ঠানে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আহমেদ রাজিউর রহমান, অফিসার ইনচার্জ নন্দীগ্রাম থানা জনাব মোহাম্মদ শওকত কবীর ও জেলা পরিষদ সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন রানা এসময় উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ