বগুড়া জেলার সোনাতলা থানায় হত্যা মামলার আসামী গ্রেফতার

১৪ এপ্রিল, ২০২০

সোনাতলা থানাধীন জোড়গাছা ইউনিয়নের অন্তর্গত ঠাকুরপাড়া গ্রামে গত ইং ১১/০৪/২০২০ তারিখ দুপুর অনুমান ১.০০ ঘটিকার সময় মোবাইল সিম বিক্রয়ের টাকাকে কেন্দ্র করে ভিকটিম পারভেজ ইসলাম @ সুমন (২৪), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম বাদশা, সাং-ঠাকুরপাড়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়াকে সোনাতলা থানাধীন করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসামী মোঃ মাসুদ রানা (২২), পিতা-আলহাজ্ব মোঃ মোজাহার আলী প্রামানিক, সাং-ঠাকুরপাড়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়া ধারালো চাকুর আঘাতে ভিকটিমের বুকের বাম পার্শ্বে ও পিঠের মাঝখানে গুরুতর কাটা জখমপ্রাপ্ত হইয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ঘটনার সংবাদ প্রাপ্তীর পর পরই বগুড়া জেলার আইকন মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার), পুলিশ সুপার ও মোঃ কুদরত-ই-খুদা শুভ স্যারের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী ও মোঃ জাহিদ হোসেন (তদন্ত) এর নের্তৃত্ত্বে সোনাতলা থানা টিমের নিরলস প্রচেষ্টায় খুন হওয়ার দুই ঘন্টার মধ্যে প্রকৃত আসামী মোঃ মাসুদ রানা (২২), পিতা-আলহাজ্ব মোঃ মোজাহার আলী প্রামানিক, সাং-ঠাকুরপাড়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়া গ্রেফতার হয়। এ সংক্রান্তে সোনাতলা থানায় খুন মামলা রুজু হইলে অদ্য ইং ১৩/০৪/২০২০ তারিখ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ