বগুড়া সোনাতলা থানায় হতদরিদ্রদের ভিজিএফ এর ৫০ বস্তা চাউলসহ একজন গ্রেফতার

১০ এপ্রিল, ২০২০

সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী ও মোঃ জাহিদ হোসেন (তদন্ত) এর নের্তৃত্ত্বে এসআই(নিঃ) মোঃ রহিম উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্স এএসআই(নিঃ) মোঃ মোজাম্মেল হক, এএসআই(নিঃ) মোঃ শাহীনুর আলম অত্র থানাধীন মধুপুর ইউনিয়নস্থ দড়িহাঁসরাজ দক্ষিন পাড়া গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ মিঠু মিয়া (৩৮), পিতা-মৃত অফজি উদ্দিন মন্ডল এর দখলীয় জনৈক জুয়েল হোসেন এর পরিত্যক্ত পশ্চিম দূয়ারী আধা পাকা ঘরের ভিতর হইতে হতদরিদ্রদের ভিজিএফ এর ৫০ বস্তা চাউল চোরাকারবারীর মাধ্যমে বিক্রয়ের জন্য মজুদ করিয়া রাখিয়াছে। উক্ত চাউল উদ্ধার পূর্বক সোনাতলা থানায় মামলা রুজু আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ