বগুড়া জেলার শেরপুর থানায় ভূয়া কর্নেল পরিচয়ের ০১ সদস্য গ্রেফতার।
০৯ এপ্রিল, ২০২০
গত ইং-০৪/০৪/২০২০ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন ৩নং খামারকান্দি ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আঃ ওহাব ব্যক্তিগত কাজে শেরপুর থানার তিনমাথার পূর্বপার্শ্বে থাকা অমিত ষ্টোর এর সামনে অবস্থান করাকালীন কর্নেল মহসীন রেজা পরিচয় এর ব্যক্তির মোবাইল নম্বর-০১৭১২-২২৮৭২৮ হইতে তার ব্যবহৃত মোবাইল নম্বর-০১৭১৯-২৪১৪৩৫ তে ফোন করিয়া বলে যে, শেরপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন এর জন্য করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধকল্পে সমস্ত সরকারী বেসরকারী সংস্থা ছুটি ঘোষনা সহ গ্রাম, পাড়ামহল্লার সকল জনসাধারণ যার যার বাড়ীতে নিরাপদ হেফাজতে থাকায় কর্মহীন/হতদরিদ্র পরিবারের লোকজনের জন্য সরকারীভাবে ত্রান বরাদ্দ হইয়াছে। উক্ত ত্রান সামগ্রী বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধায়নে বেসরকারী গাড়ী ভাড়া করে ঢাকা হইতে শেরপুরের উদ্দেশ্যে আসার পথে পথিমধ্যে ত্রানবাহী সেই গাড়ীটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় নষ্ট হইয়া পড়িয়া আছে। শেরপুর উপজেলার সকল চেয়ারম্যান এর সাহায্য প্রয়োজন। তখন শেরপুর উপজেলার ০৪টি ইউনিয়নের চেয়ারম্যান উক্ত ভূয়া কর্নেল পরিচয়কারীকে সর্বমোট ১৩,৮০০/- টাকা দেয়। পরবর্তীতে খোঁজ করিয়া জানা যায় যে, উক্ত ব্যক্তি প্রতারকে চক্রের সদস্য। ঘটনার বিষয়ে শেরপুর থানায় মামলা রুজু হয়। তদন্তচলাকালীন উক্ত মোবাইল নম্বর এর সূত্র ধরে কর্নেল পরিচয় দেওয়া অর্থ আত্মসাৎকারী ব্যক্তি প্রকৃত নাম মোঃ আনোয়ার হোসেন@বাবুল খান (৫৮), পিতা মৃত আব্দুস সাত্তার খান, গ্রাম-পশ্চিম দেবু (আরজি দেবু), থানা-পীরগাছা, জেলা-রংপুরকে রংপুর মহানগর এলাকা হইতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাহাকে আসামী স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।