আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০১৯ উপলক্ষে মতবিনিময় সভা
২৪ সেপ্টেম্বর, ২০১৯
আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০১৯ উদযাপন উপলক্ষে অদ্য ইং সোমবার সোনাতলা থানা পুলিশের উদ্যোগে সোনাতলা থানার শারদীয় দূর্গা পুজার কমিটিদের নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা থানা চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী এর সভাপতিত্বে ও সোনাতলা থানার পূজা উদযাপন কমিটির সদস্য শ্রী সুবির চন্দ্র পাল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সোনাতলা পৌরসভা মেয়র জনাব আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ (নান্নু), সদর ইউনিয়ন চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মাহাবুবুল আলম বুলু, দিগদাইড় ইউপি চেয়ারম্যান মোঃ আলী তৈয়ব শামীম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান মোঃ রোস্তম আলী মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সোনাতলা শাখার সভাপতি শ্রী অসীম কুমার জৈন (নতুন)
সোনাতলা প্রেসক্লাবের সাংবাদিক মোঃ জাহিনুর আলম, সোনাতলা পুজা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক এবং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহিদ হোসেন। এ সময় সোনাতলা থানার পূজা মন্দিরের সদস্যবৃন্দ, সোনাতলা আনসার কমান্ডার, সোনাতলা সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিস এর কর্মকর্তা, সাংবাদিকসহ সূধীজনরা উপস্থিত ছিলেন।