বগুড়া ডিবি পুলিশ কর্তৃক ০২টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি, ০৩টি ম্যাগাজিনসহ ০২জনকে গ্রেফতার করেন
২৪ সেপ্টেম্বর, ২০১৯
অদ্য ইং ২৩/০৯/২০১৯ তারিখ বিকাল ১৫.৩০ ঘটিকার সময় মাননীয় পুলিশ সুপার জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, পুলিশ সুপার, বগুড়ার সার্বিক দিক নিদের্শনায় ইন্সপেক্টর মােঃ আছলাম আলী, পিপিএম ইনচার্জ জেলা গােয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার নেতৃত্বে এসআই মােঃ ইনামুল ইসলাম, এসআই মােঃ ওয়াদুদ আলী, এএসআই মােঃ নাজিম উদ্দিন, কং/১৩৬৫ গােবিন্দ্র মহন্ত, কং/১৬৮৭মােঃ রেজাউল করিম ইসলামসহ টিম ডিবি বগুড়ার একটি চৌকস টিম বগুড়া সদর থানাধীন কাটনারপাড়াস্থ করনেশন স্কুলের পূর্বপাশে হইতে আসামী মােঃ আরিফিন সৈকত (২৯), পিতা - মােঃকামরুল হােসেন, সাং-কাটনারপাড়া, থানা ও জেলা বগুড়ার নিকট হতে ০১ টি 7.65 বিদেশী পিস্তল, ০২ টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি এবং তার দেওয়া তথ্য মতে চকসূত্রাপুর চামরাগুদামস্থ আসামী মােছাঃ রিমা খাতুন (৩২), স্বামী - মােঃ সােহাগ সরকার, সাং - চকসূত্রাপুর চামরাগুদাম থানা ও জেলা বগুড়ার স্বীকারােক্তি ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে তার বসত বাড়ীর ২য় তলার ছাদে বালির স্তুপের মধ্য হইতে ০১ টি 9 MM বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয় । এই ঘটনায় বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে ।