ডিবি টিম বগুড়ার বিশেষ অভিযানে ৫৫(পঞ্চান্ন) বোতল ফেন্সিডিলসহ ফেন্সিডিল বিক্রয়ের নগদ ৪৭,০০০/- টাকা উদ্ধার

২২ সেপ্টেম্বর, ২০১৯

ডিবি টিম(জেলা গোয়েন্দা শাখা) বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আসামি মোঃ রাহিদ মোস্তাফিজ, পিতা-মৃত মোস্তাফিজার রহমান, সাং-কালিতলাহাট, থানা ও জেলা-বগুড়া এর নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মাদকদ্রব্য(ফেন্সিডিল) বিক্রি করছে। উক্ত গোপন তথ্যের ভিত্তিতে ডিবি টিম অভিযান পরিচালনা করলে ৫৫(পঞ্চান্ন) বোতল ফেন্সসিডিলসহ ফেন্সিডিল বিক্রয়ের ৪৭,০০০/- টাকা উদ্ধার করে জব্দ করেন। এসংক্রান্তে বগুড়া সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু হয়।







সর্বশেষ সংবাদ