বগুড়া জেলার সোনাতলা থানায় নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্ক এর শুভ উদ্বোধনী
১৪ মার্চ, ২০২০
নির্যাতনের শিকার নারীদের নির্ভয়ে থানায় আসার আহবান করলেন বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) মহোদয়। বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) মহোদয় নির্যাতনের শিকার হলে যেকোন নারীকে নির্ভয়ে থানায় আসার আহবান জানিয়েছেন। আজ (১৪/৩/২০২০) বগুড়া সোনাতলা থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্ক এর উদ্বোধনী অনুষ্ঠানের আহবান জানান। জাতিসংঘের জনসংখ্যা তহবিল( UNFPA) এর সহযোগিতায় প্রতিষ্ঠিত এ হেল্প ডেস্কে নির্যাতনের শিকার নারী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সুধী সমাবেশে পুলিশ সুপার মহোদয় বক্তব্য রাখেন। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী, গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সাবিনা ইয়াসমিন, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিনহাদুজ্জামান লিটন, সোনাতলা পৌরসভার মেয়র জনাব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, অফিসার ইনচার্জ সোনাতলা থানা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী UNFPA এর প্রতিনিধি তামিমা নাসরীন, মাসুদা ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।