মুজিববর্ষে জেলা পুলিশ বগুড়াকে মাননীয় প্রধানমন্ত্রীর ৪ টি ডাবল কেবিন পিক আপ উপহার

১১ মার্চ, ২০২০

জেলা পুলিশ বগুড়া পেল ৪ টি ডাবল কেবিন পিক আপ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় সম্মানিত আইজিপি স্যারের উদ্যোগে সম্মানিত ডিআইজি  রাজশাহী রেঞ্জ স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলা পুলিশ বগুড়াকে চারটি নতুন ডাবল কেবিন পিক আপ প্রদান করা হয়েছে। ১০/৩/২০২০ সকাল সাড়ে এগারোটায় পুলিশ সুপার বগুড়া জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) স্যার সদর, শাজাহানপুর, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ লাইন্সের আরআই এর নিকট গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।    মুজিব বর্ষের অঙ্গীকার  পুলিশ হবে জনতার।







সর্বশেষ সংবাদ