টিম ডিবি, বগুড়ার পৃথক পৃথক অভিযানে ৭৮(আটাত্তর) বোতল ফেন্সিডিল ও ১০০(একশত) পিচ ইয়াবাসহ ০৫জন মাদক ব্যবসায়ী আটক

২১ সেপ্টেম্বর, ২০১৯

টিম ডিবি(জেলা গোয়েন্দা পুলিশ), বগুড়ার পৃথক পৃথক অভিযানে আসামী মোছাঃ সাফিয়া আক্তার স্বর্ণা(২৩), স্বামী মোঃ মমিনুর ইসলাম ওরফে রকি, সাং-বিন্দাবনপাড়া খেলার মাঠের পার্শ্বে, থানা ও জেলা-বগুড়া এর নিকট হতে ৫৮(আটান্ন) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন, আসামী মোছাঃ শাপলা(২৯), তালাকপ্রাপ্ত স্বামী মোঃ মিজানুর রহমান, স্থায়ী সাং-লাহীড়ীপাড়া(জাহানাবাদ) এপি/সাং-হাকিরমোড় সুলতানগঞ্জপাড়া(ঘোনপাড়া) ও মোঃ শিমুল শেখ(৩৩), পিতা-মোঃ শহিদুল ইসলাম ওরফে ঘনটু, সাং-বৃন্দাবনপাড়া উত্তরপাড়া, উভয় থানা ও জেলা-বগুড়াদ্বয়ের নিকট হতে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং আসামী মোঃ আলামিন(২৫), পিতা-মোঃ রফিকুল ইসলাম পটু, মাতা-রেবেকা বেগম ও মোঃ মানিক মিয়া(২১), পিতা-মোঃ শাজাহান আলী, উভয় সাং-চাঁচাইতারা খালপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদ্বয়দের নিকট হতে ২০(বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। সর্বমোট ৭৮(আটাত্তর) বোতল ফেন্সিডিল ও ১০০(একশত) পিচ ইয়াবাসহ ০৫জন আসামীকে আটক করেন।
এসংক্রান্তে পৃথক পৃথক ০৩(তিন)টি মামলা রুজু হয়।





সর্বশেষ সংবাদ