বগুড়া সদর থানায় বিপুল পরিমান গাড়ীর নকল কাগজপত্র, সীল, ইন্সুরেন্সের কাগজপত্রসহ ৫ জনকে আটক
২০ সেপ্টেম্বর, ২০১৯
গত ১৮/০৯/২০১৯ তারিখ বেলা ০২.০০ ঘটিকা হতে রাত ০৭.৩০ ঘটিকা পর্যন্ত বগুড়া সদর থানাধীন চকসূত্রাপুর, বাদুরতলা, শাপলা মার্কেট ও সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করাকালে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ জনাব এস.এম বদিউজ্জামান, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব আবুল কালাম আজাদ, এস,আই জিলালুর রহমান ও তাহাদের সঙ্গীয় ফোর্সদের সহায়তায় বিভিন্ন মোটর যানের সকল প্রকার কাগজ পত্র গাড়ী রেজিস্ট্রেশন, ফিটনেশ, ট্যাক্স টোকেন ট্রাফিক পুলিশের কেস শিল্প, অফসেট প্লেট ও ইন্সুরেন্স পত্র নকল ভাবে তৈরী করে আসল হিসাবে বিভিন্ন লোকের নিকট বিক্রি করিয়া সরকারের রাজস্ব খাতকে ফাকি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্নসাতের অপরাধের একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। এরা হচ্ছে, বগুড়া কাহালুর দিপুইল গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ দেলোয়ার হোসেন হোসেন(২৪), সদরের বাঘোপাড়া মধ্যপাড়ার নুরুল ইসলাম এর ছেলে রতন প্রামানিক (৫০), শিবগঞ্জের সামপুর এলাকার মোঃ আব্দুর বাসেদ(৫০), কাহালুর আড়োলা গ্রামের হযরত আলীর ছেলে শফিকুল (৫২), ও সদরের আশোকোলা গ্রামের মৃত মজিবর রহমান এর ছেলে আনোয়ার হোসেন সোহাগ (৪০) কে আটক করা হয় । তাদের কাছে থেকে নকল ভাবে তৈরী করা ১। নীলফামারী জেলার ট্রাফিক পুলিশ এর মোটরযান আইনের প্রশিকিউশন বইয়ের পাতা ৪৫ টি। ২। মাদারীপুর জেলার ট্রাফিক পুলিশ এর মোটরযান আইনের প্রশিকিউশন বইএর পাতা ১০ টি ৩/ গাড়ীর রেজিস্ট্রেশনের সনদ পত্র ৪ টি ৪। ফিটনেস সনদপত্র ১৫ টি ৫। ট্যাক্স টোকেন ৩ টি ৬। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মানি রিসিপ ৮০ টি ৮। পূরবী জেনারেল ইস্যুরেন্সে কোম্পানী লিঃ এর ইলুরেন্স সনদ পত্র ৪৫ টি ৯। ৫ টাকা মূল্যের বীমা স্ট্যাম্প ১৮০ টি। ১০। ৪ টি গােল সীল যার একটিতে সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার বিআরটিএ সিরাজগঞ্জ, মোটর যান পরিদর্শকের কার্যালয় বিআরটিএ সিরাজগঞ্জ ও ইরেজিতে REGISTRATION AUTRORITY BRTA BOGRA SOUTH EAST BANK LTD. BOGRA তিনটি লম্বা সীল যাহার একটিতে আব্দুল খালেক সরকার টিএসআই, বিপি নং-৬৯৮৭০৭১৪১৪ নীলফামারী ট্রাফিক, নীলফামারী,এবং একটিতে গাড়ীতে রাখুন অপরটিতে বাড়ীতে রাখুন, ১২। একটি কম্পিউটারের হার্ডডিস্ক, যাহার সিরিয়াল নং S/N X6MSLYMFS WK7. MADE IN CHINA সহ। অন্যান্য লিখা আছে সহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৭৫, তাং- ১৯/০৯/২০১৯ ইং, ধারা- ৪২০/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭১/১০৯ পেনাল কোড।