জেলা পুলিশ বগুড়ার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০

০৮ মার্চ, ২০২০

“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” আজ আন্তর্জাতিক নারী দিবস-২০২০। জেলা পুলিশ বগুড়ার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০। আন্তর্জাতিক নারী দিবস-২০২০ র‌্যালী বগুড়া শহরের বিভিন্ন স্থান দিয়ে প্রর্দশন করে বগুড়ার প্রাণ কেন্দ্র সাতমাথায় গিয়ে শেষ হয়। উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন বগুড়া জেলায় কর্মরত সকল পদের নারী পুলিশ সদস্যবৃন্দ। পরে সাতমাথায় আলোচনা সভা দিয়ে শেষ হয় উক্ত অনুষ্ঠান। আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানা আনুষ্ঠানিকতায় উদ্‌যাপিত হচ্ছে। জাতিসংঘ এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘আমি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা’। আর বাংলাদেশে সরকারের পক্ষ থেকে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।







সর্বশেষ সংবাদ