ডিবি বগুড়ার টিম কর্তৃক ০১ জন আসামীসহ ১,২০০(বারশত) পিচ ইয়াবা ও ০১টি বাইসাইকেল উদ্ধার

২০ সেপ্টেম্বর, ২০১৯

ডিবি বগুড়ার টিম গত ১৮/০৯/২০১৯ খ্রিঃ বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানাধীন তিনমাথা রেলগেট নামক স্থানে নিলা হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে থেকে আসামী মোঃ জিয়াউর রহমান(৩৬), পিতা-মৃত তোতা মিয়া, সাং-হরিপুর(প্রধান বাড়ী বড়কান্দা ইউপি), থানা-মেঘনা, জেলা-কুমিল্লাকে ধৃত করে এবং তার নিকট থেকে ১,২০০(বারশত) পিচ ইয়াবাসহ একটি বাইসাইকেল উদ্ধার করেন। এসংক্রান্তে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু হয়েছে।







সর্বশেষ সংবাদ