জেলা পুলিশ বগুড়ার আয়োজনে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে অনুষ্ঠিত হলো “পুলিশ মেমোরিয়াল ডে-২০২০“

০১ মার্চ, ২০২০

জেলা পুলিশ বগুড়ার আয়োজনে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে অনুষ্ঠিত হলো “পুলিশ মেমোরিয়াল ডে-২০২০“ জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “পুলিশ মেমোরিয়াল ডে-২০২০“। এই দিবসে গভীরভাবে শ্রদ্ধা জানানো হলো কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদেরকে। বিভিন্ন জেলা ও ইউনিট হতে কর্তব্যরত থেকে বগুড়া জেলা হতে ২১ শহীদ পুলিশ পরিবারকে সম্মাননা ও তাদের সাথে কুসল বিনিময় প্রদান করা হলো।







সর্বশেষ সংবাদ