বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে শিবিরের ০৯(নয়) সদস্য গ্রেফতার।
২১ ফেব্রুয়ারী, ২০২০
মামলার বাদী এস,আই(নিঃ)/মোঃ জিলালুর রহমান, সদর পুলিশ ফাড়ি, বগুড়া, সঙ্গীয় এসআই (নিঃ) মুক্তার হোসেন, এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, উভয় সদর থানা, বগুড়া, কং/১৪৮৪ মোঃ ইমরান হোসেন, কং/১৩৭৯ মোঃ রাইমুল, কং/১২০৬ মোঃ ইউসুফ, কং/১৩৮৮ মোঃ সুলতান, কং/১৪৮৩ মোঃ মাসুদ রানা, সকলেই এসএএফ পুলিশ লাইন্স, বগুড়া, ড্রাইঃ কং/১২৫৫ মোঃ জাহাঙ্গীর আলম, সদর থানা, বগুড়াদের বিশেষ অভিযানে আসামী ১। মোঃ আব্দুল হাই @ সিদ্দিক (২৮) (শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্র শিবির, সরকারী আজিজুল হক কলেজ শাখা, বগুড়া), পিতাঃ মৃত- আব্দুর রহমান, মাতাঃ আফরোজা বেগম, সাং- দেওধর, পোঃ বিনাহালী, থানাঃ আদমদীঘি, জেলাঃ বগুড়া, ২। মোঃ ইউনুস আলী (২৫) (ফোকাস কোচিং সেন্টার, বগুড়া এর অফিস দপ্তর সম্পাদক), পিতাঃ মোঃ মাহবুবুর মন্ডল @ মাহবুব, মাতাঃ এমিলি বেগম, সাং- বনানী গন্ডগ্রাম, থানাঃ শাজাহানপুর, জেলাঃ বগুড়া, ৩। মোঃ জুয়েল রানা (২৮) (শহর শাখা সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক), পিতাঃ মোঃ আক্কাস আলী, মাতাঃ মোছাঃ রওনক মহল, সাং- কুরাহার, থানাঃ দুপচাচিয়া, জেলাঃ বগুড়া, ৪। মোঃ দেলোয়ার হোসেন @ সাঈদী (২৫) (বাংলাদেশ ছাত্র শিবির, সরকারী আজিজুল হক কলেজ শাখা, বগুড়া শিবিরের সাথী), পিতাঃ মোঃ জুলহক সরকার, মাতাঃ বিলকিস বানু, সাং- আজিমপুর, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ বগুড়া, ৫। মোঃ এনামুল হক (২৫) (মালগ্রাম উপশাখার ছাত্রশিবিরের সাথী), পিতাঃ মোঃ রুহুল আমিন, মাতাঃ মোছাঃ আনোয়ারা বেগম, সাং- উত্তর মরুয়াদহ, থানাঃ সুন্দরগঞ্জ, জেলাঃ গাইবান্ধা, ৬। মোঃ তৌহিদুল ইসলাম (২৫) (ছাত্র শিবিরের সাথী), পিতাঃ মৃত- মমিনুর রহমান, মাতাঃ তহমিনা বেগম, সাং- চান্দামারী, থানাঃ গঙ্গাচরা, জেলাঃ রংপুর, ৭। মোঃ আল আমিন (২০) (ছাত্র শিবিরের সাথী), পিতাঃ মোঃ সাইদুর রহমান, মাতাঃ আনোয়ারা বেগম, সাং- দুলাল, পোঃ সিচা, থানাঃ সুন্দরগঞ্জ, জেলাঃ গাইবান্ধা, ৮। এ্যাডঃ মোঃ সাইফুদ্দিন @ সাইফুল (৩১) (সাবেক সভাপতি জেলা উত্তর ছাত্র শিবির, বগুড়া), পিতাঃ মোঃ জাহিদুল ইসলাম, মাতাঃ মোছাঃ নাসিমা বেগম, সাং- করইল, থানাঃ আদমদীঘি, জেলাঃ বগুড়া, ৯। মোঃ আব্দুর রহমান (২৪) (ছাত্র শিবিরের সাথী), পিতাঃ মোঃ সোলায়মান আলী, মাতাঃ মোছাঃ রহিমা বেগম, সাং- দক্ষিণ ঝুনাগাছ চাপানি, থানাঃ ডিমলা, জেলাঃ নীলফামারী এবং অজ্ঞাতনামা ৭/৮ জন আসামীদের বিরুদ্ধে জব্দ তালিকা মূলে জব্দকৃত নি¤œ বর্ণিত আলামত সহ থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার করেন যে, সদর পুলিশ ফাঁড়ীর জিডি নং-৩০৭ তাং ১৯/০২/২০২০ ইং মূলে ফাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে ইং ১৯/০২/২০২০ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, বগুড়া সদর থানাধীন সুত্রাপুর রিয়াজ কাজী লেনস্থ ৬তলা বিশিষ্ট শ্যামা ভবনের নিচ তলায় সিড়ির বাম পাশের্^ রুমের মধ্যে কতিপয় শিবিরের সদস্যরা গোপন বৈঠকের মাধ্যমে সরকার বিরোধী প্রচারনা তথা নাশকতার উদ্দেশ্যে রাস্ট্রীয় সম্পত্তি ধ্বংসের লক্ষ্যে উস্কানী ও প্রচারনার উদ্দেশ্যে গোপন বৈঠক করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিষয়টি মমালার বাদী তৎক্ষনাত উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশক্রমে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ১৯/০২/২০২০ তারিখ রাত্রি ২০.০৫ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামীগন কৌশলে পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপরোক্ত আসামীদেরকে আটক করেন এবং অজ্ঞাতনামা ৭/৮ জন ঘটনাস্থল হইতে কৌশলে পালাইয়া যায়। এই সংক্রান্তে বগুড়া সদর থানার মামলা নং-৭০ তাং-২০/০২/২০২০ ইং ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি রুজু হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।