বগুড়া সদর থানা এলাকায় আসামী সহ চোরাইকৃত ট্রাক ও মালামাল উদ্ধার।

২৭ জানুয়ারী, ২০২০

গত ইং ২২/০১/২০২০ তারিখে বাদী ও বাদীর ট্রাক ড্রাইভার সহ ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো ট-২০-৭৬৪১ ট্রাক দিয়ে পাবনা টেবুনিয়ার সফিক ফিড মিলস হইতে মুরগির খাবার নিয়ে রংপুর যাওয়ার পথিমধ্যে বগুড়া সদর থানাধীন তিনমাথা রেলগেট ইত্যাদি হোটেলের সামনে পাকা রাস্তার পূর্বপাশে ইং ২৩/০১/২০২০ তারিখ রাত্রী অনুমান ০২.০০ ঘটিকার সময় খাবারের জন্য ইত্যাদি হোটেলের সামনে ট্রাক রাখিয়া খেতে যায়। রাত্রী অনুমান ০২.১৫ ঘটিকার সময় বাদীর পূর্ব পরিচিত আসামী ১। মোঃ আলম(৫৫), পিতা-অজ্ঞাত, সাং-মির্জাপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া সহ অজ্ঞাতনামা ০১ ব্যক্তি বাদীকে তাহার ভন্না মাল ২০ বস্তা রসুন বাদীর ট্রাকে বাঘোপাড়া হতে রংপুর নিয়ে যাওয়ার কথা বলে। বাদী তাহার কথায় রাজি হইলে তাহারা দুইজন বাদীর গাড়ীতে উঠে। পথিমধ্যে মাটিডালী মোড় পৌছাইলে বাদী গাড়ী রেখে প্রসাব করার জন্য বাহিরে গেলে আসামী আলম বাদীর ড্রাইভারকে বলে তাহার জন্য একটা পান আনতে।বাদীর ড্রাইভার সরল বিশ্বাসে গাড়ী হতে নামিয়া পান আনতে গেলে আসামীদ্বয় বাদীর ট্রাকসহ মুরগির ফিড নিয়া রাত্রী অনুমান ০২.৫০ ঘটিকার সময় মাটিডালী মোড় মহাথির রেষ্টুরেন্ট এর অপজিট থেকে অপর অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় চুরি করিয়া নিয়া চলিয়া যায়।চোরাইকৃত মূল্য ২২,৪০,০০০/-টাকা। পরবর্তীতে বাদী সহ বাদীর ড্রাইভার অন্য গাড়ী যোগে রংপুর মুখে গিয়া বাদীর গাড়ী অনেক খোঁজাখুজি করিতে থাকে। খোঁজাখুজির  এক পর্যায়ে জানতে পারে যে, আসামী ২। মোঃ আব্দুল মজিদ(৪০), পিতা-মোঃ আবদার হোসেন, সাং-বাড়াইপাড়া, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট বাদীর গাড়ী চুরির সহিত চড়িত আছে।এই সংক্রান্তে বাদী বগুড়া সদর থানায় একটি অভিযোগ দাখিল করিলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালাইয়া বাদীর চোরাইকৃত ট্রাক ও মালামাল উদ্ধার করে। এই সংক্রন্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-৯৬, তারিখ- ২৫ জানু, ২০২০; জি আর নং-৯৬/২০২০, তারিখ- ২৪ জানু, ২০২০; সময়- সময় ২২.১০ মিনিট ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।







সর্বশেষ সংবাদ