বগুড়া সদর থানায় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।
২৬ জানুয়ারী, ২০২০
মামলার বাদী মোঃ তোজাম্মেল হোসেন পাইকাড়(৬৫) পিতা মৃত আবুল হোসেন সাং-আশোকোলা পূর্বপাড়া, থানা ও জেলা-বগুড়া সঙ্গীয় তাহার ভাই মোঃ খলিলুর রহমান পাইকাড়, মামাতো ভাই নিশিন্দারা ইউপি সদস্য মোঃ জহুরুল ইসলামদের সহ থানায় হাজির হইয়া আসামী ১। মোঃ রুবেল হোসেন (২৮) পিতা মোঃ জিব্রাইল হোসেন সাং-বারপুর উত্তরপাড়া, ২। মোঃ জনি মিয়া (৩৬) পিতা মোঃ হোদা মিয়া, সাং-বারপুর সোনারপাড়া, ৩। মোঃ রানা মিয়া (২৭) পিতা মোঃ গোলাম হোসেন, সাং-বারপুর সোনারপাড়া, ৪। মোঃ আপেল (২১) পিতা অজ্ঞাত, সাং-ধাওয়াফিকশন, ৫। মোঃ শান্ত (২১) পিতা মোঃ জাহিদুর রহমান সাং-দশটিকা ডাক্তারপাড়া, ৬। মোঃ মাহফুজার (২৮) পিতা মোঃ গফুর মিয়া, সাং-বারপুর আকন্দপাড়া, ৭। মোঃ রাশেদ মিয়া (২২) পিতা অজ্ঞাত, সাং-বারপুর, ৮। মোঃ আপেল (২২) পিতা মোঃ জিব্রাইল হোসেন সাং-বারপুর উত্তরপাড়া, ৯। মোঃ রাজন মিয়া (২৮) পিতা অজ্ঞাত সাং- বারপুর সোনারপাড়া, ১০। মোঃ রাব্বি মিয়া (২৫) পিতা মোঃ আঃ গফুর, ১১। মোঃ রকি (৩৫) পিতা মৃত রবিউল ইসলাম, ১২। মোঃ সজীব (২১) পিতা অজ্ঞাত, সাং-ধরমপুর বাজার, ১৩। মোঃ সীমান্ত (২২) পিতা মোঃ শহিদুল ইসলাম সাং- বারপুর উত্তরপাড়া, ১৪। মোঃ ইমরান হোসেন(২৩) পিতা মোঃ আমজাদ হোসেন, সাং-দশটিকা নুনগোলাপাড়া, ১৫। মোঃ সাদ্দাম (২৪) পিতা সেকেন্দার, সাং-পাঁচবাড়ীয়া, সর্বথানা ও জেলা-বগুড়াগনসহ অজ্ঞাতনামা ১০/১২জন এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন যে, মামলার বাদীর ছেলে সাইদ আলী পাইকাড়(৪২) কাঠের ব্যবসা করিত। ইং-২৪/০১/২০২০ তারিখ দুপুর অনুমান ১১.০০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ল্যাংড়া বাজারে সেলুনে মাথার চুল কাটানোর বিষয় নিয়া আসামী শান্ত এর সাথে দশটিকা গ্রামের জনৈক জনি(২৩) পিতা মোঃ কলম এর সাথে তর্কবির্তক হইলে বাদীর ছেলে মোঃ জাফরুল আসামী শান্তকে বাজারে ঝগড়া কলহ করিতে নিষেধ করিলে আসামী শান্ত ক্ষিপ্ত হইয়া মোবাইল ফোনে আসামী রুবেলসহ অন্যান্য আসামীদেরকে খবর দিলে উল্লেখিত এজাহারে বর্নিত আসামীগণ সহ অজ্ঞাতনামা ১০/১২জন ৮/৯টি মোটর সাইকেল ও একটি কার গাড়ী নিয়া ল্যাংড়া বাজারে আসিয়া বাদীর ছেলে জাফরুলকে কিলঘুষি মারিয়া জোরপূর্বক কারগাড়ীতে উঠাইয়া নিয়া নুনগোলাস্থ বাদীর ছ-মিলে উল্লেখিত আসামীগন আসিয়া বাদীকে বলে যে, কেন বাদীর ছেলে জাফরুল তাহাদের কাজে বাধা দেয় এই বলিয়া বাদীর সাথে তকবির্তকে জড়িয়ে পড়ে। আসামীগন বাদীর ছেলে জাফরুলকে মারপিট করার জন্য বাদীর ছ-মিল হইতে কাঠের বাটাম নিতে লাগিলে বাদীর বড় ছেলে সাইদ আলী পাইকাড় কাঠের বাটাম নিতে নিষেধ করাসহ চলিয়া যাওয়ার জন্য বলিলে আসামীরা ক্ষিপ্ত হইয়া অস্ত্রশস্ত্র আনার জন্য চলিয়া যায়। অতঃপর উল্লেখিত আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীরা বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া পূর্ব পরিকল্পনা মোতাবেক একই উদ্দেশ্যে হাতে লাঠি, ধারালো চাকু ও চাপাতি ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়া ইং-২৪/০১/২০২০ তারিখ দুপুর অুনমান ১২.১৫ ঘটিকার সময় বাদীর ছ-মিলে অনধিকার প্রবেশ করিয়া আসামী রুবেল এর হুকুমে উপরোক্ত সকল আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীরা বাদীর বড় ছেলে সাইদ আলী পাইকাড়কে এলোপাতারী ভাবে মারপিট করিতে থাকে। মারপিটের একপর্যায়ে আসামী রকি ও দোগাড়ীগ্রামের আপেল বাদীর ছেলে সাইদ আলী পাইকাড় এর দুইপায়ে হাটুর নিচে ও উপরে ধারালো চাপাতি দ্বারা আঘাত করিলে বাদীর ছেলে উপুর হইয়া মাটিতে পড়িয়া যায়। উক্ত সময় আসামী রুবেল, আপেল(২২) ও জনি মিয়া তাহাদের হাতে থাকা ধারালো চাকু ও চাপাতি দ্বারা বাদীর ছেলেকে হত্যার উদ্দেশ্যে পিঠে ও শরীরে উপর্যুপরি ভাবে আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। বাদীর ছেলে সাইদ আলী পাইকাড় এর মৃত্যু নিশ্চিত ভাবিয়া আসামীগন চলিয়া গেলে স্থানীয় সাক্ষী সহ আরো অনেকে ঘটনাস্থলে আসিয়া বাদীর ছেলে সাইদ আলী পাইকাড়কে সিএনজিতে করিয়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল,বগুড়া নিয়া গিয়া সেখানে ভর্তি করে। বাদীর ছেলে সাইদ আলী পাইকাড় সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ইং-২৪/০১/২০২০তারিখ বেলা ০২.০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করে। এই সংক্রান্তে বগুড়া সদর থানার মামলা নং-৯৫ তাং-০২/০১/২০২০ তারিখ ধারা-৩০২/৩৪ দঃ বিঃ রুজু হয়।