বগুড়া সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র সহ ০৩(তিন) জন ডাকাত আটক।
২৫ জানুয়ারী, ২০২০
মামলার বাদী পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আলমাস সরকার বনানী পুলিশ ফাঁড়ির সাধারণ ডায়রী নং-৩৬৭ তাং-২৩/০১/২০২০ মূলে ফাঁড়ী এলাকায় রাত্রী কালিন রণপাহাড়া ডিউটি ও বিশেষ অভিযান পরিচালানা কালে ইং-২৪/০১/২০২০ তারিখ রাত্রী ০৩.২০ ঘটিকার সময় কলোনী বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, বগুড়া সদর থানাধীন মালতিনগর স্টাফ কোয়ার্টার রোড ইনডিপেন্ডেন্ট স্কুলের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর কয়েকজন লোক ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইয়া শলাপরামর্শ করিতেছে। উক্ত সংবাদের ভিত্তীতে মামলার বাদী উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং- ২৪/০১/২০১৯ তারিখ রাত্রি ০৩.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উল্লেখিত আসামীদেরকে ধৃত করেন। ঐ সময় ঘটনাস্থল হইতে অজ্ঞাতনামা আরো ১০/১২ জন পালাইয়া যায়। সেখানে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত ১নং আসামী মোঃ আল ফাহাদ রাহী এর ডান হাত হইতে ০১টি লোহার তৈরী চাপাতি, যাহা বাট সহ লম্বা ১৩১২ ইঞ্চি ও ০১(এক)টি কালো মুখোশের কাপড় ২নং আসামী মোঃ সাজেদুল ইসলাম@ডন এর ডান হাত হইতে একটি বার্মিজ চাকু যাহা বাট সহ লম্বা ১০ ইঞ্চি ও ০১(এক)টি কালো মুখোশের কাপড়, ৩নং আসামী মোঃ শিপন এর ডান হাত হইতে একটি স্টিলের তৈরী ধারালো চাকু। যাহা বাট সহ লম্বা ১৩ ইঞ্চি ও ০১(এক)টি কালো মুখোশের কাপড় উদ্ধার পূর্বক ইং-২৪/০১/২০২০ তারিখ ০৩.৪৫ ঘটিকার সময় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। ধৃত আসামীদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে এবং ধৃত আসামীদেরকে পলাতক আসামীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা জানায় যে, তাহারাসহ পলাতক আসামীগন রোড ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হইয়া ডাকাতি করার প্রস্তুত গ্রহন করিতেছিল। উল্লেখিত ডাকাতদল পুর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র দ্বারা ভীতি প্রদর্শন করতঃ ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হইয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করে।এই সংক্রান্তে বগুড়া সদর থানার মামলা মামলা নং-৯১ তাং-২৪/০১/২০২০ ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়।