বগুড়া সদর থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

১০ সেপ্টেম্বর, ২০১৯

বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)  সাহেব এর নির্দেশে ০৭ দিনের বিশেষ অভিযান চলাকালে বগুড়া সদর থানার এ,এসআই (নিরস্ত্র) মোঃ সোহেল রানা  (১) ও এএসআই  (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা  সংগীয়  ফোর্স সহ যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মোঃ ইউসুফ (৩০) পিতা দুদু মিয়া সাং- বারপুর মধ্যপাড়া, থানা ও জেলা বগুড়াকে  ইং- ০৮/০৯/২০১৯ তারিখে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপদ্দ করেন।







সর্বশেষ সংবাদ