বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ৫০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন গ্রেফতার।

১৫ জানুয়ারী, ২০২০

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র, শিবগঞ্জ থানা, বগুড়ায় কর্মরত এস,আই (নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান মোল্যা, সঙ্গীয় এ,এস,আই (নিঃ) মোঃ মোবারক হোসেন  কং/১০৬৫ আরুপ কুমার  কং/১৬২৭ মোঃ আশরাফুল ইসলাম  ড্রাইঃ কং/১৭৭৮ মোঃ বাকী বিল্লাহ গণ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং-৩০৪, তারিখ-১৪/০১/২০২০ খ্রিঃ মূলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও গাড়ী চেকিং ডিউটি করাকালিন ইং-১৫/০১/২০২০ খ্রিঃ রাত্রী ০১.৩০ ঘটিকায় মোকামতলা বাসস্ট্যান্ডে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, তেতুলিয়া, পঞ্চগড় হইতে ছেড়ে আসা ঢাকাগামী “শ্যামলী” পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৪-৯৪১৪ তে করিয়া দুইজন মাদকব্যবসায়ী আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল লইয়া ঢাকার দিকে আসিতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অবস্থান লইয়া গাড়ি চেকিং করাকালে ইং-১৫/০১/২০২০ খ্রিঃ রাত্রী ০২.০০ ঘটিকার সময় বর্ণিত বাসটি ঘটনাস্থলে পৌঁছাইলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সংকেত দিয়া উক্ত বাসটি থামাইয়া উপস্থিত সাক্ষী বর্ণিত বাসের যাত্রীবেসে বসে থাকা আসামী ১। মোঃ আরমান @ সনু (৪৫), পিতা-মৃত হাদিস ২। মোঃ মোরশেদ (৩০), পিতা- মৃত আঃ রাজ্জাক মোল্লা, উভয় সাং- গোলাহাট কবরস্থান গেট, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী এবং আসামীদ্বয়ের হেফাজত হইতে উদ্ধারকৃত  মোট ৫০ (পঞ্চাশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল  উদ্ধার পূর্বক ইং-১৫/০১/২০২০ তারিখ রাত্রী ০২.৪৫ ঘটিকার সময় জব্দতালিকা প্রস্তুত করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ