বগুড়া জেলার গাবতলী মডেল থানায় খুন মামলার ০১(এক) জন আসামী গ্রেফতার।
০২ জানুয়ারী, ২০২০
অত্র মামলার ভিকটিম পারভীন আক্তার (৩০) পিতা-মৃত রহেদ আলী পাইকার সাং-বাইগুনী ভুলিগাড়ীপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়া এর সহিত গত অনুমান ০৯ মাস পূর্বে আসামী ১। মোঃ লতিফ সরদার @ লুতু (৩৫) পিতা-মোঃ ইউনুছ সরদার সাং-আকন্দপাড়া নয়াপাড়া থানা-গাবতলী, জেলা-বগুড়ার বিবাহ হয়। বিবাহের পর হইতে যৌতুকের জন্য উক্ত আসামী ভিকটিমকে মারপিট, শারীরিক ভাবে নির্যাতন করে ও জ্বালা যন্ত্রণা দেয়। গত ৩১/১২/১৯ তারিখ রাত্রী অনুমান ০৯.০০ ঘটিকার সময় উক্ত আসামী মোঃ লতিফ সরদার @ লুতু ভিকটিম পারভীন আক্তারকে তাহার বাবার বাড়ী হইতে যৌতুক বাবদ নগদ টাকা, লেপ তোষক সহ রান্না করার হাড়িপাতিল নিয়া আসিতে বলে। কিন্তু ভিকটিম তাহা আনিতে অস্বীকার করিলে আসামী তাহার বসত ঘরের শয়ন কক্ষে ভিকটিমের মাথার চুলের মুঠি ধরিয়া সজোরে হ্যাক্সা টান মারিলে ঘারে আঘাত পায় এবং চোখে অন্ধকার দেখিতে পায়। উক্ত অত্যাচার ও যৌতুকের জন্য নির্যাতন করার ফলে ০১/০১/২০২০ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় ভিকটিম পারভীন আক্তার মৃত্যু বরণ করে। উক্ত ঘটনা সংক্রান্তে ০১(এক) জন আসামী করিয়া বাদী এজাহার দায়ের করিলে গাবতলী মডেল থানার মামলা নং-০২, তাং-০১/০১/২০২০ ইং ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) ১১(ক) রুজু করা হয়। জনাব সাবের রেজা আহম্মেদ, অফিসার ইনচার্জ, গাবতলী মডেল থানা,বগুড়া স্যারের নেতৃত্বে ও দিক নির্দেশনায় এসআই মোঃ সুজাউদ্দৌলা সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় আসামী ১। মোঃ লতিফ সরদার @ লুতু (৩৫) পিতা-মোঃ ইউনুছ সরদার সাং-আকন্দপাড়া নয়াপাড়া থানা-গাবতলী, জেলা-বগুড়াকে ০১/০১/২০২০ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় গাবতলী থানাধীন আকন্দপাড়া নয়াপাড়া গ্রাম হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।