বগুড়া জেলায় নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়ার উদ্যোগে ধুনট থানা এলাকায় ৩০০টি হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৪ ডিসেম্বর, ২০১৯
বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), বগুড়ার উদ্যোগে ধুনট উপজেলায় যমুনা নদী পাড়ের হতদরিদ্র ৩০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর সহড়াবাড়ী ঘাট এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম(বার) মহোদয়। পুনাক বগুড়ার সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শিরিন আক্তার, কোষাধ্যক্ষ রওশন আরা মুন্নি, সাধারণ সম্পাদক মুঞ্জুরী ইসলাম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) রাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (প্রবি) রনজয় চন্দ্র মল্লিক, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যগণ।