সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযানে মাদক উদ্ধার সহ ওয়ারেন্টভূক্ত ০৬ জন আসামী গ্রেফতার
০৬ সেপ্টেম্বর, ২০১৯
বগুড়া পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভঞা, বিপিএম (বার) স্যারের নির্দেশে ০৭ দিনের বিশেষ অভিযান গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিলের নিমিত্তে অভিযানের দ্বিতীয় দিনে সোনাতলা থানার ‘টিম-কোবরা’ এসআই (নিঃ)মোঃ জহুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স এএসআই(নিঃ)মোঃ শাহিনুর আলম, এএসআই(নিঃ)মোঃ নাহিদ হোসেন এবং কং/১৫২৩ মোঃ জারিফ হোসেনসহ সোনাতলা থানাধীন শিহিপুর (সরকারপাড়া) গ্রামের মোঃ আমিনুল ইসলাম @ মিন্টু সরকার এর পুত্র মোঃ শিমু সরকার (৩৩)কে সোনাতলা থানাধীন সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন সোনালী ব্যাংকের সামন হইতে ১৩ (তের) পিচ ইয়াবা ট্যাবলেট এবং থানার সেকেন্ড অফিসার মোঃ আব্দুল মান্নান সরকার এবং এএসআই/মোঃ মাসুদ রানা সহ ৫০ গ্রাম গাঁজা সহ ৬০ বছরের বৃদ্ধ মোঃ আফতাব হোসেন’কে ভেলুরপাড়া কাঁচা বাজারের অনুমান ২০০ গজ পশ্চিমে জনৈক মোঃ এনামুল হক (৩৫), পিতা-মৃত আঃ সালাম, সাং-ভেলুরপাড়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়া এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন। পৃথক অভিযানে থানার চৌকশ অফিসার এএসআই/মোঃ নজরুল ইসলাম ০২ টি জিআর ওয়ারেন্ট ও ০১ টি সিআর সাজা ওয়ারেন্টভূক্ত ০৬ মাসের সাজা প্রাপ্ত আসামী এবং এএসআই/মোঃ শাহিনুর আলম ০১ টি জিআর ওয়ারেন্টেভূক্ত আসামী গ্রেফতার করেন।