বগুড়া পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হলো মাস্টার প্যারেড

২৪ ডিসেম্বর, ২০১৯

বগুড়া পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হলো মাস্টার প্যারেড। মাস্টার প্যারেড গ্রহণ করেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) মহোদয়। মাস্টার প্যারেডের কমান্ডার হিসেবে ছিলেন জনাব সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বগুড়া। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কমকর্তাগণ, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার সার্কেলগণসহ সকল থানা অফিসার ইনচার্জ্, ফাঁড়ি/তদন্ত কেন্দ্রের ইনচার্জ্গণ।প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন পদের কমকর্তা ও কমচারীগণদের জিএইচ মার্ক্ প্রদান করেন। মাস্টার প্যারেড শেষে যানবাহন শাখার সকল গাড়ীর পরিস্কার পরিচ্ছন্ন আছে কিনা সেবিষয় পরিদর্শ্ন করেন।







সর্বশেষ সংবাদ