বগুড়া জেলা পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান

১৮ ডিসেম্বর, ২০১৯

অদ্য ১7/১২/২০১৯ খ্রিঃ তারিখে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে জেলা পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম(বার) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-5 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আলহাজ্ব মোঃ হাবিবর রহমান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা তাদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতি চারণ করেন। বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে সংবর্ধনা জানানো হয়। পুলিশ সুপার মহোদয়সহ মাননীয় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করেন।







সর্বশেষ সংবাদ